×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১২ বার পঠিত
জাগির কাউন্সিল স্কুল সংলগ্ন এলাকা — স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগ, জাগির কাউন্সিল স্কুলের সামনে সরকারি জমি দখল করে দোকান গড়ার বিষয়ে প্রশ্ন করার অপরাধে ওই দোকানের মালিক জনাব মন্টু মিয়া তাকে ডেকে নিয়ে দোকানেই অশোভন ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন। অভিযোগে বলা হয়, তিনি জানিয়েছেন—“সংবাদ করতে গেলে অন্য জায়গায় যাবে, আমাদের আশেপাশে নয়” এবং সরকারি জমি নিয়ে টুকটাক মন্তব্য হলে সাংবাদিকের জন্য ব্যবধান থাকবে না।

সংবাদকর্মীর একথা অনুযায়ী, মন্টু মিয়া আরও বলেন যে তিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, পরে বিএনপির সাথে সম্পর্ক আছে এবং যে জায়গায় বর্তমানে দোকানটি আছে তা আগে আওয়ামী লীগের একটি অফিস ছিল; তিনি দাবি করেছেন, কোনো একজন ব্যক্তি ওই অফিসটি তাকে বিক্রি করে দিয়েছে। দোকানটি সরকারি জমি ও সড়ক সংলগ্ন হওয়ার অভিযোগ সংবাদকর্মী ও স্থানীয়রা করেছেন এবং বলেন—এভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা গড়ে তোলা হচ্ছে।

ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে বলে সংবাদকর্মী জানিয়েছেন এবং সেই ফুটেজও কয়েকজনের কাছে দেখানো হয়েছে—ফুটেজে মন্টু মিয়ার কণ্ঠ ও আচরণ অংশবিশেষ ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সংবাদকর্মী বলেন, “এই ভিডিও সকলেই দেখবেন; শেয়ার করলে হয়তো এই ধরনের দুর্নীতি রোধে কিছু সহায়তা হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন যে শহরের অন্যান্য স্থানগুলোতেও অনৈতিকভাবে দোকানপাট বসানো আছে এবং প্রশাসন এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা নাগরিকভাবে মুলক শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনকে তৎপর হওয়ার অনুরোধ করেছেন।

এই ঘটনার রিপোর্টারের বক্তব্য (আংশিক): “আমি ওখানে শুধু প্রশ্ন করেছি—সরকারি জমি কেন দখল হয়েছে—তারপরই মন্টু মিয়া আমাকে ডেকে নিয়ে দোকানে গালাগালি ও হুমকি দিয়েছেন। সাংবাদিকের কাজ হচ্ছে জনস্বার্থে অনুসন্ধান করা; কিন্তু এভাবে হুমকি দিয়ে কাজ থামিয়ে দেওয়া যায় না।”

আইনি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে, সরকারি জমি দখল এবং সাংবাদিককে হুমকি—দুটি আলাদা বিষয়ে তদন্ত ও প্রযোজ্য আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সংবাদকর্মী ও স্থানীয়দের অনুরোধ, স্থানীয় প্রশাসন, উপজেলা/পৌর কর্তৃপক্ষ ও আইনশৃংখলা বাহিনী যেন দ্রুত ঘটনাটির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বিবরণ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করা যেতে পারে।

 এ প্রতিবেদনে থাকা অভিযোগগুলো সূত্রানুযায়ী উপস্থাপন করা হয়েছে। মন্টু মিয়া বা অন্য কেউ এই বিষয়ে তাদের মন্তব্য/প্রতিবাদ জানাতে চাইলে তা গ্রহণ করে পরবর্তী রিপোর্টে প্রকাশ করা হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহকারী সংবাদকর্মী ও স্থানীয়রা বিষয়টি জানাতে পারেন যাতে সংশ্লিষ্ট অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat