সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
রবিবার (১৯ অক্টোবর ) বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জওয়ানরা ত্রিপুরা রাজ্যোর বিভিন্ন এলাকা থেকে মোট ২১ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। বিএসএফ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনক ঘোরাফেরা করা ১১ জনকে আটক করে জেরা করা হলে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে দেশের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করছিলেন। অপরদিকে, উত্তর ত্রিপুরা জেলার সীমান্তবতী এলাকায় বিএসএফ জওয়ানরা ১০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দিল্লি ও জম্মু থেকে এসে বাংলাদেশের মৌলভীবাজারে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধভাবে কেউ ভারতে প্রবেশ করতে না পারে।