×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ১৩ বার পঠিত
  • ৪৪ কোটি টাকার ঋণবোজায় নুইয়ে পড়া শ্রমিক-মালিকানাধীন এই প্রতিষ্ঠান এখন পুনরুজ্জীবনের অপেক্ষায়-সুদ মওকুফ ও সরকারি সহায়তাই পারে টঙ্গীর অর্থনীতিতে ফিরিয়ে আনতে প্রাণ।

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড একসময় দেশের বস্ত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমানে সরকারি সহযোগিতার অভাব, ঋণের বোঝা ও যুগ-প্রাচীন যন্ত্রপাতির কারণে মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। তথ্য অনুসারে, মিলটি যখন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিচালনা করতো, তখন থেকেই লোকসানের মুখে পড়ে। পরবর্তীতে ২০০১ সালে সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে শ্রমিকদের মালিকানা অংশীদার করা হয়। কিন্তু চুক্তিতে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও সরকারি সহায়তা বাস্তবে কখনোই পাওয়া যায়নি। মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম বলেন, চুক্তির সময় ১৫ কোটি টাকার ঋণ শ্রমিকদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। শ্রমিকরা বিষয়টি না বুঝেই স্বাক্ষর করেন। এরপর মিলটি টানা তিন বছর বন্ধ থাকে। ১৯৪০ সালের পুরনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদন শুরু করার চেষ্টা করলেও কার্যত তা সম্ভব হয়নি। তিনি জানান, বর্তমানে মিলটির মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। বারবার সরকারের কাছে ঋণের সুদ মওকুফ ও পুনঃবিনিয়োগের আবেদন জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে মিলটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমরা  প্রতি বছর ঋণ বাবদ
৩ লক্ষ  টাকা পরিশোধ করছি।  সরকার যদি সুদ মওকুফ করে কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়, তাহলে জয়েন্ট পার্টনারের মাধ্যমে আবারও উৎপাদন শুরু করা সম্ভব। এতে হাজারো মানুষের কর্মসংস্থান হবে, সরকারও রাজস্ব পাবে। বর্তমানে মিলটির ৮৭০ জন শেয়ারহোল্ডার আছেন। গোডাউন ভাড়া থেকে সামান্য আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চালানো হচ্ছে। মিলটিতে এখন একজন চেয়ারম্যান, একজন ব্যবস্থাপনা পরিচালক, ১৩ জন পরিচালকসহ মোট ৫৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, একসময় এই মিলের চাকরির ওপর নির্ভর করত টঙ্গী অঞ্চলের হাজার হাজার পরিবার। কিন্তু মিল বন্ধ হয়ে যাওয়ার পর বেকারত্ব বেড়েছে, অনেকে জীবিকার খোঁজে এলাকা ছেড়েছেন।
অর্থনীতিবিদদের মতে, পুরনো যন্ত্রপাতি ও পুঁজি সংকটে জর্জরিত শ্রমিক-মালিকানাধীন মিলগুলোতে সরকারি বিনিয়োগ ও সুদ মওকুফের মাধ্যমে “পুনরুজ্জীবন প্রকল্প” চালু করা হলে তা দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলে দিতে পারে। সচেতন মহলের আহ্বান 
সরকার যদি নিউ মন্নু ফাইন কটন মিলস-এর ঋণের সুদ মওকুফ করে এবং আধুনিক যন্ত্রপাতি স্থাপনে পুনঃবিনিয়োগের সুযোগ দেয়, তবে এটি টঙ্গী অঞ্চলের অর্থনীতি ও শ্রমবাজারে আবারও প্রাণ ফিরিয়ে আনতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat