×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ৬ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

জমি বিবাদকে কেন্দ্র করে ২ পক্ষের মারপিটে প্রাণ হারালেন এক বৃদ্ধ। রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আফাস আলি চৌধুরী নামে এক ব্যক্তি। ঘটনাটি সংগঠিত হয়েছে মঙ্গলবার (২১ অক্টোবর ) সাত সকালে ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার বড়খলার সোনাপুরে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন ভাঙারপার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ গোবিন্দ শীল। এরপর পৌঁছেন বড়খলার নবাগত ওসি দেবানন্দ দাস। জানা যায়, আদালতে বিচারাধীন জমিতে দখল করতে বাধা দিলে শুরু হয় বাকবিতন্ডা। এক সময় উত্তেজিত হয়ে নাসিম উদ্দিন চৌধুরী, দিলা চৌধুরী সহ অন্যান্যরা আক্রমণ করে আফাস আলি চৌধুরীর ওপর। নাসিম উদ্দিন চৌধুরী রড দিয়ে আফাস উদ্দিনের মাথায় আঘাত করেন। তখন মাটিতে লুটিয়ে পড়েন আফাস। তার ২ ছেলের ওপর ও আক্রমণ করে নাসিমরা। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশ বাহিনী। পরে বড়খলা থানার ওসি দেবানন্দ দাস এবং ম্যাজিস্ট্রেট রবার্ট ট্রলার ঘটনাস্থলে ছুটে আসেন। গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন। পরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ইতিমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat