×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ৩২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের রাজস্থানে ফের ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাসে লাগল আগুন। ঘটনায় এখনও পযন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকালে বাসটি উত্তরপ্রদেশের পিলিভীত থেকে রাজস্থানের মনোহরপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটির ভিতরে ছিলেন ২৫ থেকে ৩০ জন ইটভাটার শ্রমিক। জয়পুর - দিল্লি হাইওয়ের উপর বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এরপরই হুড়াহুড়ি পড়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, বাসটির মাথায় গ্যাস সিলিন্ডার সহ একাধিক জিনিসপত্র বোঝাই করা ছিল। রাস্তায় একটি হাইভোল্টেজ তারের সংস্পশে আহতেই বাসটিতে আগুন লেগে যায়। বাসটির মাথায় গ্যাস সিলিন্ডার থাকার কারনে বিস্ফোরণ ও হয়। এর জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিকটশব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভতি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিসাধীন। জানা গেছে, ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat