×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৩ বার পঠিত
  • খালেদা জিয়ার নামে হওয়ায় ১৭ বছরেও হয়নি সংস্কার

ফেনী ব্যুরোঃ

ফেনী জেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বেগম খালেদা জিয়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। 

জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে করইয়া এলাকায় এ সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক রফিকুল আলম মজনু।

জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঞার সঞ্চালনায় শান্তির বাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীনসহ জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

জানা যায়, প্রায় দুই যুগ আগে ফেনী-পরশুরাম সড়কের গাইনবাড়ী থেকে সীমান্তবর্তী করইয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের নামকরণ করা হয় বেগম খালেদা জিয়া সড়ক। বিএনপি সরকারের পতনের পর আশপাশের অন্যান্য সড়ক সংস্কার করা হলেও শুধুমাত্র খালেদা জিয়ার নামে নামকরণ হওয়ায় এ সড়কটি অবহেলিত থেকে যায় বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার পর বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “আগে কোনরকম চলাচল করা গেলেও ২০২৪ সালের বন্যার পর সড়কটি একেবারে নষ্ট হয়ে যায়। রিকশা, অটোরিকশা কিছুই চলতে পারে না। আমরা বছরের পর বছর ভোগান্তিতে ছিলাম।”

জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খন্দকার বলেন, “শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নামে হওয়ায় এ সড়কটি আওয়ামী লীগ সরকারের সময়ে সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। তাই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজস্ব অর্থায়নে জরুরি চলাচলের উপযোগী করে তুলছি। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা হয়েছে। সরকারিভাবে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেয়ার জন্যও আমরা উদ্যোগ নিয়েছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল আলম মজনু বলেন, “আওয়ামী লীগ উন্নয়ন নয়, প্রতিহিংসার রাজনীতি করেছে। একজন নেত্রীর নামে সড়ক হওয়ার কারণে সংস্কার না হওয়া এর বড় উদাহরণ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলা যুবদল উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, এজন্য তাদের ধন্যবাদ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat