×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৩ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়, ব্যুরো চিফ রাজশাহী :


রাজশাহীতে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি'র) আহবায়ক ও দলীয় প্রধান নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে  বলেন, ফ্যাসিবাদী পক্ষের ষড়যন্ত্র রুখতে দেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোট হবে সেই আদেশ'র চুড়ান্ত রুপ দিতে স্বাক্ষর করতে হবে সরকার প্রধান ড.ইউনুসকে । 
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে(এনসিপি'র) বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে,গনভোট হবে। গনভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ স্বাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে।  কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না। নাহিদ ইসলাম  বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে । আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বানচালের চেষ্টা চালাবে আমার তা হতে দেবো না । আওয়ামী লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন একটি দল সেটিও জনগণ প্রতিহত করবে । 

এ সময় নাহিদ ইসলাম  দাবি করেন, ৫ আগস্ট ২০২৪ সালে এনসিপির লক্ষ্য ছিল ‘ফ্যাসিবাদের পতন’, আর এবার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন , “গতবার আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ ভবন। আমরা গণভবনকে জয় করেছি, এবার জাতীয় সংসদেও তারুণ্যের বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ।” তিনি আরো  বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে তা নেয়া হবে। আমরা চাই  সংস্কার হোক।  যদি কেউ এর বিরুদ্ধে দাঁড়ায়, আমরা ভাববো  বাংলাদেশের স্বাধীনতা,  সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ালো। নাহিদ ইসলাম  আরো বলেন, “গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার চাই, নতুন সংবিধান চাই।” এ সময় তিনি ২০২৩ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং তাতে নিহত কর্মীদের স্মরণ করে বলেন, “আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না বরং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ ছিলো ।”
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন,নির্বাচন ও রাজনৈতিক  কার্যক্রম ব্যাহত  করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা করছে । তারা গায়ের জোরে কাজ করছে। অধিকার যদি রাজনৈতিক ভাবে আদায় করতে হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন , জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইমরান ইমনহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির, যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক, মিডিয়া সেলের, মুশফিক উস সালেহীন  প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat