×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ছট পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকালে ছট পুজো উপলক্ষে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বধমানের জামুড়িয়ায় জলে ডুবে মৃত্যু হল ১ ব্রতীর। তাঁর নাম পান্ডে দাস। অপরদিকে, মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে ও এক কিশোরের মৃত্যু হয়। পূব বধমানের কাটোয়ায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল ২ ভাই। একেবারে আত্মীয় স্বজনের চোখের সামনে এত  বড় দুর্ঘটনা ঘটে গেল। ডুবে  যাওয়া ২ তরুনের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে বিপযয় মোকাবিলা দল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। জানা গেছে, গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয়েছেন শিবম সাউ (২৫) ও সুজন সাউ ( ১৮)। সম্পর্কে তাঁরা তুতো ভাই। কাটোয়া ন্যাশনালপাড়ায় বাড়ি। মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকালে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কাটোয়ার দেবরাজঘাটে স্নান করতে এসেছিলেন শিবম, সুজন। একে একে সবাই স্নান করছিলেন। তখনই সুজন তলিয়ে যান। তাঁকে বাঁচতে গিয়ে তলিয়ে যান শিবম ও। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপযয় মোকাবিলা বিভাগের পাশাপাশি পুলিশের নজর দারি বোট তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat