×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৮ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। 

৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা।

বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

এর মধ্যে পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প থেকে মোট ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat