×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ১১৫ বার পঠিত
জাপানে চলতি সপ্তাহে আবারও আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন। দুর্ঘটনা এড়াতে এরইমধ্যে শত শত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির এয়ারলাইনস কোম্পানিগুলো। এছাড়া রেলসেবাও সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর জাপান টাইমসের।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৫ আগস্ট) জাপানের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর ওসাকার কাছাকাছি এলাকায় আঘাত হানতে পারে টাইফুন ‘ল্যান’। এছাড়াও ভারি বৃষ্টিপাত, ভূমিধস এবং প্রবল বাতাসে ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে জাপানের দুটি বৃহত্তম বিমান সংস্থা জাপান এয়ারলাইনস এবং এএনএ হোল্ডিংস ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সোমবার (১৪ আগস্ট) ও মঙ্গলবারের জন্য ২৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে জাপান এয়ারলাইনস। 

এছাড়াও জাপানের উচ্চগতির ট্রেন সেন্ট্রাল জাপান রেলওয়ে (জেআর সেন্ট্রাল) এবং পশ্চিম জাপান রেলওয়ের আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার দেশটির কিছু অংশে ট্রেন চলাচল বন্ধ রাখবে বলে জানিয়েছে।
 
আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার সকালে টাইফুন ‘ল্যান’ হাচিজোজিমা দ্বীপের প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।
 
ঘূর্ণিঝড়টি উত্তরে হোক্কাইডোর দিকে বাঁক নেয়ার আগে জাপানের মূল দ্বীপে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। 

মাত্র এক সপ্তাহ আগেই টাইফুন ‘খানুন’ এই অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে বেশ ক্ষয়ক্ষতি করে। সে সময়ও জাপানের শত শত ফ্লাইট বাতিল হয়ে যায়। এছাড়াও বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
 
প্রতিনিয়তই জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হানা দেয়। গত বছরে দেশটিতে টাইফুনের আঘাতে দুজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat