ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, যুব ঋণ বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি রাজু আহমেদসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য নায়ক ছিলেন জিয়াউর রহমান। তেমনি ২১ আগস্ট হত্যাকাণ্ডের নায়ক তারেক রহমান। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তদের আর্থিক ঋণের চেক বিতরণ, উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে হুইলচেয়ার ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া, মিলাদ ও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩০০ জায়গায় গণভোজের আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..