মোঃ সোহেল রানা
রাজশাহী ব্যুরো চীফ
আজ ২ রা ডিসেম্বর ২০২৪ থেকে রাজশাহী সহ সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক যোগে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। নতুন কারিকুল বাতিলের পর ২০১২ সালের সিলেবাসে হচ্ছে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় ৪ স্তরের মূল্যায়ন নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত ‘সহায়তা প্রয়োজন’ স্তর, ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক, ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর হিসেবে মূল্যায়ন হবে। এছাড়া ২৬ সাল থেকে ফিরবে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা।
রাজশাহী জেলার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানাই, হটাৎ করে অল্প সময়ের প্রস্তুতিতে ছাত্রছাত্রীরা পুরাতন সিলেবাস পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে বিব্রত বোধ করছে ও সমস্যায় ভুগছে।
এদিকে ২৬ সালের জন্য প্রাথমিকের শিক্ষাক্রমের পরিবর্তনের কাজ শুরুর প্রস্তুতি চলছে। গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা, চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পাঠ্য দান অনুযায়ী পরীক্ষা নেওয়া হব। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কারিকুলাম শিক্ষাক্রম বাতিল করে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..