×
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ৭৫ বার পঠিত
মোঃ রুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের সিএনজিতে থাকা মিলন হাওলাদার (৩২) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।  রোববার (২২ ডিসেম্বর) সকালের এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার বাউফল- বগা সড়কের ভুবন সাহার কাচারি নামক এলাকায় সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে সিএনজিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথিমধ্যে ভুবন সাহার কাচারি নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলনসহ আরও চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনার পর অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat