হানিফ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ
সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিল (৪৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি সোনাইমুড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড ভানুইায়ী গ্রামের চান মিয়া বেপারী বাড়ির মৃত মোহাম্মদ ইউনূসের ছোট ছেলে।
গত ৫ই আগস্টে হত্যা মামলার অভিযোক্ত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান গত পাঁচই আগস্টের (৪নং হত্যা মামলা) এজহার ভোক্ত ৬ নং আসামী ঘটনা থেকে আত্মগোপনে ছিল। দীর্ঘ তিন মাস পর তার মায়ের অসুস্থতার কথা শুনে মাকে দেখতে আসেন। তিনি সোমবার সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হলে সোনাইমুড়ী থানার এস আই শাহ আলম গোপন সংবাদের মাধ্যমে সঙ্গীও ফোর্স নিয়ে মহাসড়ক থেকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম নিশ্চিত করে বলেন সোনাইমুড়ি থানার একটি হত্যা মামলার এজহার ভোক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এ জাতীয় আরো খবর..