×
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ৭৪ বার পঠিত
জাহিদ খান (কুড়িগ্রাম প্রতিনিধি)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে কাশিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম (৪৯) এবং ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন (৬৭)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শহিদুল ইসলাম কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামের মৃত মনছুর আলী সরকারের ছেলে এবং মোতালেব হোসেন অনন্তপুর (বেড়াকুটি) গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের পর আত্মগোপনে থাকা এই দুই নেতা এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “গ্রেফতারকৃত দুই নেতাকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat