ঝিনাইদহে মাদক ব্যবসায়ী মটর সাইকেলে ফেন্সিডিল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে,পা ভে*ঙ্গে ২০০ বোতল ফেন্সিডিল মাটিতে ছিটিয়ে একাকার।
জীবননগর টু কালিগঞ্জ হাইওয়ের লাউতলা এলাকায় এক মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে
মোটর সাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পা ভেঙ্গে যায়।
স্হানীয়রা তাকে উদ্ধার করতে গেলে,তার বাইকে রাখা কার্টনটি ছিড়ে যায়,তার ভিতর আনুমানিক ২০০ বোতল ফেন্সিডিল দেখতে পায়।স্থানীয়রা কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ মাদক সহ তাকে হেফাজতে নেয়।