×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ৬৯ বার পঠিত
রকি ইসলাম, ভেড়ামারা কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি ২০২৫) ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ফকিরাবাদ (বকশীপাড়া) গ্রামের মোঃ মোমিন হোসেন কে গ্রেফতার করা হয়। 

অভিযানে তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানার পুলিশ এ অভিযানকে মাদকের বিরুদ্ধে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ অভিযান ভেড়ামারা থানার অধিবাসীদের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করেছে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat