×
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ৮০ বার পঠিত
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি মোহনগঞ্জ রেল স্টেশনে রেলের টিকিট ব্ল্যাকে বিক্রি করার সময় তিন বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। 

পরে ভ্রাম্যমান  আদালতে তাদেরকে ১০ দিনের করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।  অর্থদন্ডও করা হয়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

দন্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. খসরু (২৫), একই ‍এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে আবু সাইম (২৫)।  ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট 

কাউন্টার থেকে আগে সংগ্রহ করে   অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র।
  এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেল রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনী।মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে শুক্রবার) সকালে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat