×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ৬৭ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্য উপজেলা বিক্রির অভিযোগ এর খবর পেয়ে সরাইল থানার ওসি ও উপজেলা নির্বাহী কমকর্তা মিলে ১ জনকে গ্রেফতার করে। দুই মাসের কারাদন্ড ও আরেক জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ধরন্তী বিলে অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ মোশারফ হোসাইন। এসময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করে থানা হেফাজতে জিম্মায় রাখা হয়।
অভিযানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান সঙ্গীয় ফোর্স'সহ উপস্থিত ছিলেন। 
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ১ জনকে কারাদণ্ড ও অন্যজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিত  চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat