মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটি। বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সরাইল সদরে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করেন।
সময় মিছিলে ঝাড়ু হাতে নিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দেওয়া হয়। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন,বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
প্রসঙ্গত গত বছরের ২৩ সেপ্টেম্বর সরাইল উপজেলা কমিটি অনুমোদন পাওয়ার পর চলতি বছরের ১০জানুয়ারী তা প্রকাশ করে বর্তমান কমিটি। এর পর থেকে পদ- বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে।
এ বিষয়ে জানতে চাইলে ঘোষিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর মোবাইল রিং হলেও তিনি রিসিভ করেন নি। কিন্তু পরে তিনি ফোন করে জানান বর্তমান কমিটির বিরুদ্ধে সংক্ষুব্ধ হবে মিছিল মিটিং করবে এটাই স্বাভাবিক। এছাড়া বহিষ্কার হওয়ার কারনে আঃ জব্বার ও রিফাত কে ও শর্তযুক্ত পদ চাওয়ার আনোয়ার মাষ্টারকে এ কমিটির কোন পদে রাখা সম্ভব হয়নি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন এ জন্য কোন আন্দোলন না করে পরবর্তী সম্মেলন পযন্ত সবাইকে অপেক্ষা করার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..