×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৪০ বার পঠিত
মোঃ রুবেল হোসেন, বাউফল :
পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার এনামুল হক সিপাহী ও জিহাদ মুন্সির মুক্তির এবং হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, সুজন হত্যার ঘটনার সময় এনামুল ও জিহাদ ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে কনকদিয়া বাজারে উপস্থিত ছিলেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা ও  ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। তাই এই মামলায় তাদের করা আসামি হয়েছেন। দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন এবং হত্যায় জড়িতদের প্রকৃত আসামীদের বিচারের দাবিও জানান এলাকার সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বিকেলে সোয়া পাঁচটায় কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজের কাছে অটোরিকশা চালক সুজন হাওলাদারকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা মূনঈমুল ইসলাম মিরাজ ও তার ভাই মোরসালিন ইসলামসহ তাদের ৭/৮ জন সহযোগীর বিরুদ্ধে। এঘটনায় ওই দিন রাতে বাউফল থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় জিহাদকে ১৩নং এবং এনামুলকে ১৪নং আসামি করা হয়েছে। এনামুল ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক ও জিহাদ যুগ্ম আহবায়ক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat