×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৬৪ বার পঠিত

আল আমিন স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ,চ্যানেল এস' এর উপজেলা প্রতিনিধি মো.ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করার ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী ২০২৫ ) সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরাম এর সদস্য দের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়। এদিকে পৃথকভাবে তালতলী সাংবাদিক ঐক্যজোট, রিপোর্টার্স ইউনিটির জরুরী আলোচনা সভায় মিথ্যা মামলা দায়ের করায় দ্রুত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিকরা বলেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ফয়সাল শিকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক মো. ফয়সালের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।  

এছাড়াও সাংবাদিক ফয়সাল সিকদার আসামি হওয়ায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম তালতলী, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

সাংবাদিক মো. ফয়সাল সিকদার বিভিন্ন সময় অনিয়ম দূর্নীতির নিউজ প্রকাশ করায় তার বিরুদ্ধে দূর্নীতিবাজরা লেগেছিল। তালতলীর কিছু সংখ্যক দূর্নীতিবাজ তার শত্রু হওয়ায় তাকে ফাঁসাতে ওই চক্রটি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় কাজ করেছি। 

গত (১ লা ফেব্রুয়ারী ২০২৫) পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদারের ছুরিকাঘাতে পার্শ্ববর্তী শারিকখালি ইউনিয়নের মোটরসাইকেল চালক আরাফাত খান ইমন (২১) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়। ঘটনার সময় ফয়সাল সিকদার পঁচাকোড়ালীয়া বাজারে বিপিএল খেলা দেখছিল যার প্রমাণ বিভিন্ন সিসি ফুটেছে রয়েছে। এ বিষয়ে সাংবাদিক ফয়সাল সিকদার বলেন, আমি নিজেও এই হত্যাকান্ড নিয়ে আমার পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করেছি। কুচক্রী মহলের ইন্দনে এ মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে ৪নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat