×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৪৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
সরস্বতী পুজোর দিন (৩ ফেব্রুয়ারি ) এক করুন ঘটনা ঘটল আসামের নলবাড়িতে। পুজোর দিন, প্রেমিক যুগল পুজোর জন‍্য বাইরে যায়। কিন্তু ২ জনেই অবাক করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। প্রেমিক প্রেমিকা সরস্বতী পুজোয় বেড়াতে গিয়ে বিষপান করে। অজ্ঞান অবস্থায় ২ জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কিশোরীর মৃত্যু ঘটে। যুবক প্রেমিক ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পর রুপ নিচ্ছে ভিন্ন। কিশোরীর পরিবার জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত‍্যাকান্ড। অভিযোগ অনুসারে, যুবক বিষপানের নাটক করে মেয়েটিকে বিষ খেতে বাধ‍্য করেছিল। শুধু তাই নয়, আগে কিশোরীর হাতে বিষ তুলে দেয় যুবক এমনই অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, ছেলের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল আগে কিন্তু বর্তমানে নেই, যুবকটি জোর করে কিশোরীকে নিয়েছে। বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক। যুবকের পরিবারের মতে, ২ জনের মধ‍্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সরস্বতী পুজোর দিন, কিশোরীর বাবা তাদের ২ জনকেই মারধর করে। এরপর ২ জনেই এই সিদ্ধান্ত নেয় বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ‍্যে শেষ হয়ে যায় একটি জীবন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat