নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মঙ্গলবার (১১ ফেবুয়ারি) দুপুরে ২ টার দিকে উপজেলার গৌবিন্দনগর গ্রামে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম কাউসার (৬)। সে ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
সূত্রে জানা গেছে, উপজেলার গৌবিন্দনগর গ্রামে নিজ বাড়ির পাশেই কাচাঁ রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো কাউসার। মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় কাউসার এর। ঘটনার স্থান থেকে ট্রাক্টর নিয়ে চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।