×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ৫৩ বার পঠিত
মোঃ মাসুম আলম 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান “ডেভিল হান্ট” অপারেশন পরিচালনা করে ৫ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গত ১৩ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকার আজগর আলীর ছেলে রুবেল রানা (৪০)। কালামপুর এলাকার সবুজ উদ্দিন সাবুর এর ছেলে মাসুদ রানা (৪৩)। বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের আবু তাহেরের ছেলে স্বপন মোল্লা (৩০)। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক- ইসমাঈল হোসেন। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক- রনি সরকার।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথমে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক- রনি সরকারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat