×
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ৩৭ বার পঠিত
আক্তার হোসেন (বাবু)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি সিএনজি ও অটো স্ট্যান্ডে লাইনম্যান ও চলাচলের রাস্তা সংস্কারের দাবীতে   বালুয়াকান্দি ইউনিয়নে বিভিন্ন গ্রামের অটো চালকরা রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কর্মবিরতী করেন।

কর্মবিরতী চলাকালীন ভোগান্তিতে পড়েন চলাচল কারী সাধারণ  যাত্রীরা। কর্মবিরতি চলা কালে অটোচালকদের সাথে কথা বলে জানা যায়,  দীর্ঘ সময়ের পর হঠাৎ করে বেশ কিছুদিন যাবৎ লাইন ম্যান না থাকায় স্ট্যান্ডে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।  যার ফলে অটোচালকদের মধ্যে দিন দিন বাড়ছে উৎকন্ঠা। ছোট খাটো বিষয় নিয়ে নিজেদের মাঝে ঝগড়ার সৃষ্টি হচ্ছেন ফলে বাড়ছে শত্রুতা।সকল অটোচালকদের দাবি স্ট্যান্ড  অতিসত্বর লাইনম্যান প্রয়োজন। এছাড়াও  বালুয়াকান্দি স্ট্যান্ড থেকে আড়ালিয়া স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় দুপাশে বিভিন্ন স্থানে ভাঙ্গন  রয়েছে তা সংস্কারের দাবী করেন। 
তা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

কর্মবিরতী খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন স্হানীয় নেতা কর্মীরা। চালকদের সমস্যা সমাধানে করেন আলোচনা। আলোচনা সভায় শ্রতাধিক অটোচালক উপস্থিত হন। এছাড়াও স্হানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন।  বিএনপি নেতা আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন দেওয়ান,  উপজেলা যুবদল সদস্য,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি একেএম ওবায়দুল হক ফুয়াদ,
বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নোমান বিল্লাহ বাবু,  জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সানি।

উপস্থিত নেতাকর্মী জানান, আলোচনা সাপেক্ষে তাদের দাবী গুলো আমরা শুনেছি। আগামী কাল থেকে রাস্তা যেখানে ভাঙা সেখানে আমরা সংস্কার করে দিবো। আর লাইনম্যান রাখার দায়িত্ব আমাদের না। তারা যদি মনে করে লাইনম্যান রাখার প্রয়োজন তারা রাখবে। কাকে রাখবে এটা তাদের ইচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat