×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ২৬ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে মো. সালেক মিয়ার বাড়ি থেকে বন্দি অবস্থায় থাকা একটি শালিক পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, দেওগাঁও গ্রামের মো. সালেক মিয়া ও তার ছেলে মো. শাইখ মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে শালিক পাখিটি বন্দি অবস্থায় রেখেছিলেন। পরিবারটি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ বিষয়টি প্রকাশ করতে সাহস পাননি। তবে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটিকে উদ্ধার করে।
রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেন বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী অনুমতি ছাড়া কোনো বন্যপ্রাণী বন্দি করে রাখা বা পালন করা দণ্ডনীয় অপরাধ। আমরা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিটিকে উদ্ধার করেছি এবং শিগগিরই এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।”
অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা শালিকটির স্বাস্থ্য পরীক্ষা করেন। পাখিটি সুস্থ থাকায় আপাতত বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরে উপযুক্ত পরিবেশে এটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী বিভাগের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং অবৈধ প্রাণী আটক বা বেচাকেনার প্রবণতা কমবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat