মোঃ সুমন মিয়া, স্টাফ রিপোর্টার ;
ভালুকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের জন্য অভিভাবক ছাউনি নির্মাণ করেছেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান।
এটি ছিল অভিভাবকদের দীর্ঘদিনের দাবী। স্কুলে সন্তানদের নিয়ে এসে অভিভাবকদের বসার মতো কোন স্থান ছিলনা। অবশেষে সেই দুর্ভোগের অবসান ঘটালেন ইউএনও স্যার, নির্মাণ করেছেন আধুনিক অভিভাবক ছাউনি এবং নাম দিয়েছেন স্বনালয়।
এতে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা প্রশংসা করছেন ইউএনও স্যারের। স্থানীয়রা জানান পূর্বেও ভালুকায় অনেক এমপি ও ইউএনও ছিল কিন্তু এমন উন্নয়ন কর্মকান্ড ও পরিবর্তন কেউ করে দেখাতে পারেনি, আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুক এবং উনি দীর্ঘ দিন ভালুকায় থাকুক।এছাড়াও উনি ভালুকার বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..