জাহিদ হাসান টিপু, শরীয়তপুর প্রতিনিধি ;
ডিসি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি; হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
চট্টগ্রামের সলিমপুরে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন হয়েছে। (সোমবার ৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজনে শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, রোববার, ৫ অক্টোবর চট্টগ্রামে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা বর্বরোচিত। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর আকস্মিক হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বেড়েই চলছে । সাম্প্রতিক সময়ে ইন্ডিপেনডেন্ট টিভির সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, যমুনা টেলিভিশনেরনরসিংদী প্রতিনিধি আইয়ুব খান—এদের ওপর হামলার ঘটনা ঘটেছে; আর বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনাও অনাকাঙ্ক্ষিত সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত। বক্তাদের দাবি, এই ধারাবাহিকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা সাংবাদিক—আমাদের হাতিয়ার কলম ও ক্যামেরা। রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা না দেয়, তবে স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে । গণতান্ত্রিক সমাজে মুক্ত কণ্ঠে কথা বলার পরিবেশ নিশ্চিত করতে হবে।
” আয়োজকদের বক্তব্যে জানানো হয়, গত আট মাসে দেশে দুই শতাধিক সাংবাদিক বিভিন্নভাবে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন—এ পরিস্থিতি গণমাধ্যমকে নীরব করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের কেএম মকবুল হোসেন, প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, চ্যানেল ২৪-এর নুরুল আমীন রবিন, এখন টিভির কাজী মনিরুজ্জামান মনির, সময় নিউজের বিএম ইশ্রাফিল, ইন্ডিপেনডেন্ট টিভি ও দেশ রূপান্তরের মো. ছগির হোসেন, ডিবিসির রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের এসএম শাকিল, সমকালের সোহাগ খান সুজন, বাংলা টিভির নয়ন দাস, স্টার নিউজের মিরাজ সিকদার, কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, দ্য ডেইলি স্টার-এর জাহিদ হাসান রনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ, আমার দেশ-এর আল আমিনসহ জেলায় কর্মরত বহু গণমাধ্যমকর্মী।
শেষ বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।