×
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ২০ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিলে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন। সেপ্টেম্বর মাসে ওই গ্রামের অন্তত ৩০০ গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।"
শুক্রবার (১০ অক্টোবর) গ্রামবাসীরা আন্দিউড়া বাজার এলাকায় বিল সংশোধনের দাবিতে এ প্রতিবাদ জানান।"
ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিল আসে। কিন্তু এবার অনেকের বিল এসেছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এতে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন।"
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ সরদার বলেন, ৫০০ টাকার জায়গায় ৫ থেকে ১০ হাজার টাকা বিল এসেছে—এটা কি মেনে নেওয়া যায়? এমন বিল কীভাবে সম্ভব বুঝে উঠতে পারছি না।"
স্থানীয় ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তাদের রিডারম্যান অনুপস্থিত ছিল। কিন্তু তাই বলে ৩০০ গ্রাহকের ভুল বিল তারা ঠিক করবে না—এটা দায়িত্বজ্ঞানহীনতা। আমরা দ্রুত এর সমাধান চাই।"
অভিযোগ রয়েছে, পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানালেও এখনও কেউ বিল সংশোধনের পদক্ষেপ নেয়নি।"
এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইউসুফ আলী বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat