এইচ.এম.সবুজ, (চকরিয়া) কক্সবাজার ;
সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫-এর অংশ হিসেবে চকরিয়ায় আজ সকালে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক
স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হোসেন ও মিজানুর রহমান
স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনের পরপরই টিকাদান কার্যক্রম শুরু হয়, যেখানে উপস্থিত শিশুদের স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হয়।
সচেতনতামূলক এই উদ্যোগে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী প্রজন্মকে টাইফয়েড মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এ জাতীয় আরো খবর..