ফেনী শহর প্রতিনিধি ;
ফেনীতে ২৩ বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ মালাকার (৪৩) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে ।
৭ অক্টোবর রাতে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিশ্বজিৎ ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ড়ের সুনীল চন্দ্রের ছেলে।
জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহিপুর বনানী পাড়া এলাকার মাতৃ ডিপার্টমেন্ট ষ্টোরে অভিযান চালায়। অভিযানে উক্ত দোকানের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় মদ (সিগনেচার) জব্দ করে। এ সময় দোকানের মালিক বিশ্বজিৎকে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে গত কাল ৮ অক্টোবর ফেনী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে।
এ জাতীয় আরো খবর..