নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি ;
সমাজে এখনো কিছু দায়িত্বশীল ও মানবিক মানুষ আছেন বলেই সমাজ আজও টিকে আছে— এমনই এক মানবিক ঘটনার উদাহরণ দেখা গেছে কুমিল্লার মুরাদনগরে।
গতকাল (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যার দিকে এক পথভোলা বৃদ্ধা মহিলা মমতাজ বেগম কোম্পানীগঞ্জ বাজারে ঘোরাফেরা করতে করতে গোমতি বাস কাউন্টারের পাশে এসে হাজির হন। ৬০ বছরের এই নারীর কথাবার্তা ছিল এলোমেলো, নিজের ঠিকানাও সঠিকভাবে বলতে পারছিলেন না।
সেসময় ভিংলাবাড়ীর কোম্পানীগঞ্জের ব্যবসায়ী ফেরদৌস আহমেদ বিষয়টি লক্ষ্য করে তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে রাত ১০টার দিকে মুরাদনগর থানায় উপস্থিত হন। পরে থানার সহযোগিতায় মমতাজ বেগমকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাইলে ফোন দিয়ে ঘটনাটি জানানো হয়। ইউএনও’র নির্দেশে একজন স্টাফকে সঙ্গে নিয়ে বৃদ্ধাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসারের সহযোগিতায় মমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার নাম-পরিচয় উদ্ধার করতে সক্ষম হন। তিনি জানান, বৃদ্ধার নাম মমতাজ বেগম, স্বামী মৃত আয়াত আলী, ঠিকানা গ্রাম বীরতলা, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব হাসান খান ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং সার্বিক খোঁজখবর নেন। মুরাদনগর প্রশাসনের উদ্যোগে দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় মমতাজ বেগমের পরিবারের খোঁজ পাওয়া যায়। রাত গভীর হলে একজন মহিলা চৌকিদারকে হাসপাতলে বৃদ্ধার পাশে থাকার জন্য দায়িত্ব দেওয়া হয়। তবে স্থানীয় মেম্বার জানান, বৃদ্ধার সন্তানদের বিষয়টি জানানো হলেও তারা রাতে মুরাদনগরে আসবেন না, সকালে আসবেন বলে জানিয়েছেন।
মানবিক এই উদ্যোগের জন্য এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। শেষ পর্যন্ত যেন মমতাজ বেগমের মতো কোনো মাতা নিঃসঙ্গ না থাকেন— এমন প্রত্যাশাই সকলের।
এ জাতীয় আরো খবর..