×
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ১০৬ বার পঠিত
চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ গতকাল বুধবার রাত থেকেই পুরোদমে শুরু হয়েছে। তবে আজ বৃহস্পতিবার সকালেও বান্দরবানে গাড়ি চলাচল শুরু হয়নি। এখনো কেরানীহাট-বান্দরবান সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে থাকায় যান চলাচল শুরু করা যায়নি বলে যাত্রী ও স্থানীয় লোকজন জানিয়েছেন।

গত সোমবার বিকেল থেকে বান্দরবানের সঙ্গে মূলত চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সোমবার দিবাগত রাত তিনটা থেকে কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুটি সড়কের বিভিন্ন অংশ পাহাড়ি ঢলে তলিয়ে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

তবে গতকাল দুপুর থেকে কক্সবাজারে স্বল্প পরিমাণে বড় গাড়ি, বিশেষ করে ট্রাক চলাচল শুরু হয়। গতকাল সন্ধ্যায়ও সড়কটির চন্দনাইশ ও কেরানীহাট এলাকায় পানি ছিল। পানির মধ্যেই সাবধানতা অবলম্বন করে কিছু যান চলছিল। এ ছাড়া চন্দনাইশের কসাইপাড়া এলাকায় একটি ট্রাক ও বাস পানিতে উল্টে ছিল আগে থেকেই।

এই গাড়ি দুটির জন্য স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাতে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শন খান মো. ইরফান বলেন, রাত থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পানি নেমে গেছে। গাড়ি দুটিও উদ্ধার করা হয়েছে।

বান্দরবানে চলাচলকারী পূরবী বাস কাউন্টারের নতুন ব্রিজ এলাকার ব্যবস্থাপক তন্ময় আহমেদ আজ সকালে বলেন, এখনো গাড়ি চলাচল শুরু হয়নি। পানি পুরোপুরি নামেনি এখনো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat