মোঃ রাফসান জানি, ভোলা ;
ভোলা আলীনগর ইউনিয়নের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম, তার স্বামী আজিজল সাজি, ছেলে নাজিম সাঝি এবং তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগমের ছেলে ও তার স্বামী একাধিক বার মাদকসহ প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছুদিন পরে আবার তার মাদক ব্যবসা শুরু করে। শুধু তাই নয় এই ইয়ানুর বেগম মানুষের জমি জোরপূর্বক দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।
মাদকের এত ছড়াছড়ি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা । তারা বলেন, আমরা দেখছি বর্তমানে নদী ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। সেখানে প্রশাসন সেইভাবে অসাধু জেলেদের ফিল্ম স্টাইলে আটক করেছে যদি মাদক ব্যবসায়ীদের এইভাবে আটক করতো তাহলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যেত।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কীভাবে নির্ভয়ে কথা বলবে? আমরা চাই একটি মাদকমুক্ত, নিরাপদ, ন্যায়ের সমাজ। প্রশাসনের উচিত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
এলাকাবাসীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাঝি এবং তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা নৌ বাহিনী, পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে আলিনগর ইউনিয়নের কয়েকশ নারী পুরুষ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর..