×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ৩২ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি ;

বিজয়ার আনন্দকে কেন্দ্র করে বাগীশিক পরিচালিত আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়া সম্মিলন’ অনুষ্ঠানমালা। শুক্রবার (১০ অক্টোবর) বাগীশিক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউলাইফ হাসপাতাল (প্রা:) লি:-এর পরিচালক অঞ্জন দাশ এবং সঞ্চালনা করেন গীতা প্রশিক্ষক চুমকি চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হালিশহর সি এস ডি (খাদ্য অধিদপ্তর)-এর সহকারী ব্যবস্থাপক দোলন দেব। প্রধান অতিথি ছিলেন প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মনোজ কুমার দেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. স্বপন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক তাপস কান্তি দে, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবণী প্রভা দত্ত ও সমাজসেবী শিল্পী চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গীতা প্রশিক্ষক কণিকা চৌধুরী, শর্মিষ্ঠা দে ঘোষ, অথৈ দত্ত, জয়া চৌধুরী, প্রিয়ন্তী দাশ, মৃত্তিকা দেওয়ানজী, প্রাচী চৌধুরী ও শান্ত্বনা দাস।

সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন বাগীশিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।

অনুষ্ঠানে বিজয়া উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উপহার ও মিষ্টি বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রকৃত বিজয় হলো আসুরিক শক্তির বিরুদ্ধে সুর বা শুভ শক্তির জয়। শিশু-কিশোরদের মধ্যে ঐশী শক্তির বিকাশ ঘটাতে হবে, যাতে তারা ভবিষ্যতে আলোকিত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat