শফিউল করিম সবুজ, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ার বিএমচর ছৈনাম্মার ঘোনা এলাকায় দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ কিশোররা হলো — ১৪ বছর বয়সী মোহাম্মদ সাইমুন ও ১৬ বছর বয়সী মোহাম্মদ সোলেমান।
পরিবারের অভিযোগ, চিহ্নিত মানবপাচারকারী আলী হোসেনের প্রলোভনে পড়ে দুই কিশোরকে দালালচক্রের হাতে তুলে দেওয়া হয়েছে।
নিখোঁজ মোহাম্মদ সাইমুন বিএমচর ১নং ওয়ার্ডের ছৈনাম্মার ঘোনার শহিদুল ইসলামের ছেলে এবং অপরজন মোহাম্মদ সোলেমান পেকুয়া সদর তনং ওয়ার্ড পূর্ব বিলহাছুরার নাছির উদ্দীনের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে রাতারাতি তাদের দালালের হাতে তুলে দেয়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের স্বজনরা জানান, তারা কয়েকবার দালালের সঙ্গে ফোনে কথা বলতে পেরেছিলেন। তখন দালালরা জানায়, মুক্তিপণ দিলে ছেলেদের ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মেম্বার আলী হোসেনের সহায়তায় মিয়ানমারের এক দালালের সঙ্গে যোগাযোগ করলে তারা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
রবিবার (১৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএমচর ছৈনাম্মার ঘোনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনার পর থেকেই আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে মানবপাচারকারী চক্রের এই তৎপরতা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা কিশোর সাইমুন ও সোলেমানকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর..