মো: সুমন মিয়া, স্টাফ রিপোর্টার ;
শিক্ষা দীক্ষায় গৌরব উজ্জ্বলঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেন, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় আমজনতা তাদের প্রতিবাদে স্পষ্ট জানিয়ে দেন যে, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দিবে না, প্রয়োজনে টাঙ্গাইলকে আলাদা একটি বিভাগ হিসেবে গঠন করতে হবে, কিন্তু তারা টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অধীনে যেতে দেবেন না।বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন বলেন, "আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই সড়ক অবরোধ তুলব না। সরকারের উচিত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা।" এ অবস্থায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহনকে থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করছে বলে জানা গেছে।