×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৯ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার ;
 
গাজীপুরের কাপাসিয়াসহ দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১২ অক্টোবর রোববার সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এমটি ইপিআই মোঃ আরিফ হোসেন সিকদার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিত্তরঞ্জন দাস, স্বাস্থ্য পরিদর্শক রুবেলা ইয়াসমিন প্রমুখ। 

এই প্রক্রিয়ার মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে। এর আগে টিসিবি (TCV) টিকা গ্রহণের প্রক্রিয়া শুরু হলে প্রথমে অনলাইনে vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে শিশুর তথ্য দিয়ে নিবন্ধন করা হয়েছে। এরপর, নিবন্ধন সম্পন্ন হলে ডাউনলোড করে একটি টিকা কার্ড বা সনদপত্র গ্রহণ করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, এবারের টিকা কার্যক্রমে কাপাসিয়ার লক্ষ্যমাত্রা ১ লাখ ৭ হাজার ৫'শ ৪৬ জন। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৭৭ হাজার ৩'শ ১৯ জন এবং কমিউনিটিতে ৩০ হাজার ২'শ ২৭ জন।
কাপাসিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ১০ দিন এবং কমিউনিটিতে ৮ দিন স্বাস্থ্য সহকারীরা টিকা প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat