মাসুদ চৌধুরী সাঈদ:
মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ১৩ অক্টোবর সোমবার ৫ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় এলাকায় জনেমনে আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি মৃত্যুর কারণ জানতে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরে পশ্চিম দাশড়া এলাকার পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে কুমিল্লা চৌদ্দগ্রামের আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সুত্রে জানায়, বিদেশে পাঠানোর আশ্বাসে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দিতে পারায় মানসিক চাপে ছিলেন আবু হানিফ। একই দিনে সদর উপজেলার দিঘি ইউনিয়নের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, সে মানসিক ভারসাম্যহীন ভাবে এ এলাকায় ঘোরাফেরা করতেন। সিংগাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় একটি কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে শ্রমিক রাসেল মাহমুদ (৩০) গুরুতর আহত হন। রোববার রাতে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এবিএম তৌহিদুজ্জামান জানান, সব মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ জাতীয় আরো খবর..