×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ৭ বার পঠিত
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার ;
 
জানা যায়, জামালপুর সদর উপজেলার গোপালপুর গোহাটী  এলাকার জবেদা বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়া বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে জবেদা। এলাকাবাসী জানায় তিনি একজন ভয়ংকর  মহিলা। বিগত সময়ে আওয়ামী যুবলীগ ও  ছাত্রলীগের সহযোগিতায় এ কাজ চলমান রেখেছিল। কিন্তু বর্তমানে তার ভাই ভাতিজা ও স্হানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এটি চলমান আছে। বিশেষ সুত্রে নরুন্দী তদন্ত কেন্দ্রের পুলিশ  অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় দুই নারী ও এক যুবককে  গ্রেফতার করেছে। 
জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৭টায় নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গরুহাটি এলাকার জবেদার  বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় দুই নারী ও এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা গোপালপুর গরুহাটি এলাকার  বাদল মিয়ার স্ত্রী জবেদা,(৪৭)শেরপুর কুশুমহাটি এলাকার লিপি বেগম(২৭) ও গোপালপুর এলাকার উঠতি বয়সের যুবক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গরুহাটি এলাকায় জবেদার বাড়িতে অনৈতিক কর্মকান্ড চলছে আসছে। এখানে স্থানীয় উঠতি বয়সের যুবকরা আসা যাওয়া করায় নস্ট হচ্ছে সামাজিক পরিবেশ। 
এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে। আমরা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করবো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat