×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ৩৩ বার পঠিত
মো: সুমন মিয়া,স্টাফ রিপোর্টার ;

গত ১৩ই অক্টোবর ২০২৫ এই দিনে আনন্দের আলোকচ্ছটা এবং গভীর শোকের ছায়া নিয়ে এলো জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল ও জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাংবাদিক ও সংগঠক শ্রদ্ধেয় শেখ তিতুমির আকাশ-এর জীবন। আজ তাঁর শুভ জন্মদিন, কিন্তু এই দিনেই আবার তাঁর প্রিয় মায়ের চলে যাওয়ার বার্ষিকী। আনন্দ-বেদনার এই মিশ্র সংবেদনে মোড়ানো দিনটিতে তাঁর সংগঠন গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করছে, একইসঙ্গে তাঁর প্রয়াত মায়ের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছে।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক রুদ্র স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে এই বিশেষ সংবেদনশীলতার কথা। বার্তায় বলা হয়, "আজকের দিনটি এক অদ্ভুত সংবেদনে মোড়ানো.. যেখানে একটি হৃদয় উদযাপন করে জন্মের আলো, আর একই হৃদয় নিঃশব্দে কাঁদে প্রিয়জনের বিদায় বেদনায়।"
মানবতার পথে আলোকিত পথচলা:
সাংবাদিকতার অঙ্গনে সত্য ও ন্যায়ের দীপ্তি ছড়িয়ে দেওয়া শেখ তিতুমির আকাশ তাঁর কাজের মাধ্যমে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন। জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল ও জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি সাংবাদিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা।
জন্মের আনন্দ, মায়ের শূন্যতা:
বার্তায় গভীর শোকের প্রকাশ ঘটিয়ে বলা হয়, "জন্মের আনন্দে আজ বুক ভরে উঠলেও, মায়ের শূন্যতা এক নিঃশব্দ কান্নার রূপে ঝরে পড়ে। মায়ের কোল হারানোর এই দিন, মাটির পৃথিবীতে যেন আরও ভারী হয়ে ওঠে আকাশ।"
সংগঠনের সহযোদ্ধারা একদিকে প্রিয় নেতার জন্মদিনে অন্তরের গভীর শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে, প্রিয় মায়ের আত্মার মাগফিরাত কামনা করছেন— "আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।"
শিক্ষা ও শক্তির মন্ত্র:
সবশেষে, এই মিশ্র অনুভূতিকে জীবনের শিক্ষা ও শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলা হয়েছে— "জন্ম আর মৃত্যুর এই যাত্রা হোক শিক্ষা, হোক শক্তি— এই দিনে ভালোবাসা, দোয়া আর কৃতজ্ঞতায় মাথা নত করি আমরা।"
শেখ তিতুমির আকাশের এই বিশেষ দিনে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন এবং তাঁর প্রয়াত মায়ের আত্মার চিরশান্তি কামনা করছে তাঁর সংগঠনের সকল স্তরের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat