মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার ;
তারিখ:১৪ অক্টোবর ২০২৫
জামালপুর সদর উপজেলার , পারপাড়া গ্রামে হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে ছাগল পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।
১৪ অক্টোবর,মঙ্গলবার ২০২৫ খ্রীস্টাব্দ জামালপুর সদর উপজেলার পারপাড়া গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রথম পর্যায়ে ১০ জন হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সুবিধাবঞ্চিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে বলে আশা করেন এলাকার সচেতন মহল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাত শহীদ পিংকি। তিনি তাঁর বক্তব্যে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং হতদরিদ্রদের অর্থনৈতিক মুক্তি ওজীবনযাত্রার মান উন্নয়নে ছাগল পালন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুবিধাভোগীদের ছাগল পালনে সঠিক যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পকে সফল করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সমাজ সেবা কার্যালয় জামালপুরের সমাজসেবা কর্মকর্তা জনাব ফারুক মিয়া এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জামালপুর সদর, জনাব শাহাদাত হোসেন। তাঁরাও সুবিধাভোগীদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সরকারি বিভিন্ন সহায়তার আশ্বাস দেন।
আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এমএইচ মজনু মোল্লা, চেয়ারম্যান, বাংলাদেশ মানবতা ফোরাম, মোঃ মনিরুজ্জামান খান, অধ্যক্ষ, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল , মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত শিক্ষক, মোঃ রফিকুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক, এসডিও মোঃ আমিনুল ইসলাম, ফোকাল পারসন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, জামালপুর, মোহাম্মদ খোরশেদ আলম, নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে এমন একটি জনকল্যাণমূলক কাজে অর্থায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ছাগল পালন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং এটি দারিদ্র্য দূরীকরণে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালন একটি লাভজনক উদ্যোগ এবং এর মাধ্যমে অতি সহজে স্বল্প পুঁজি বিনিয়োগ করে দরিদ্র পরিবারগুলো তাদের আয় বৃদ্ধি করতে পারে। ছাগল বিতরণের পাশাপাশি সুবিধাভোগীদের ছাগল পালনের বৈজ্ঞানিক পদ্ধতি, পরিচর্যা ও রোগ প্রতিরোধের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়। উল্লেখ্য, এই প্রকল্পটি দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বিশেষভাবে সহায়তা করবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প সফল হবে এবং সুবিধাভোগীরা ছাগল পালনের মাধ্যমে একটি উন্নত জীবন লাভ করবে—এই আশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..