×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১২ বার পঠিত

খন্দকার মোহাম্মাদ আলী, 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:


আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা

সিরাজগঞ্জের বেলকুচিতে ৬৭ চরমপন্থীদের পুর্নবাসন জন্য ৫৬ শতক জমিসহ ক্যাডেল সেড, ভার্মি কম্পেস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড উদ্বোধন ও ৪৮ টি গরু হস্তান্তর করা হয়েছে।



মঙ্গলবার সকালে উপজেলার দেলুয়াকান্দি গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করা হয়। চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয় ২ কোটি ৩০ লাখ টাকা। 



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।



উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat