×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ২২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ স্ত্রীকে বাংলাদেশে রেখে ভারতে ফের বিয়ে। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটায় রীতিমতো আবার সংসার পেতে ছিলেন যুবক। প্রথম স্ত্রী থানার দ্বারস্থ হতেই গ্রেফতার হলেন যুবক। জানা যায়, অভিযুক্তের নাম হরিচাঁদ মন্ডল। স্ত্রী, বাবাকে নিয়ে গাইঘাটার মোরাল ডাঙা গ্রামে থাকেন তিনি। সম্প্রতি তাহমিনা খাতুন নামে এক তরুণী হরিচাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। বলেন, তিনি হরিচাঁদের প্রথম পক্ষের স্ত্রী। আরও জানান, বাংলাদেশের সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা হরিচাঁদ। তাহমিনা খাতুনের অভিযোগ, হরিচাঁদ মন্ডল ও তাঁর বাবা - মা বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা নিয়েই ভারতে প্রবেশ করেছিলেন। এরপর অবৈধ উপায়ে ভোটার, আধার ও প্যান কাডসহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। এরপর গাইঘাটার মোরাল ডাঙা গ্রামে বসবাস শুরু করেন। তাহমিনার দাবি, হরিচাঁদ মন্ডল ভারতে এসে ফের বিয়ে করে। পূজা রায় নামে এক বাংলাদেশি মহিলার সঙ্গে তিনি সংসার পাতেন বলে অভিযোগ। এদিকে, ততদিনে ফুরিয়েছে ভিসার মেয়াদ। তা সত্ত্বেও ভারত ছাড়েনি হরিচাঁদ। তাহমিনার দাবি, এলাকার বাসিন্দা দেবব্রত সরকার, রামপ্রসাদ সরকার, রেখা রানী সরকার ও গৌতম ঢালী অভিযুক্তদের ভুয়ো নথি তৈরিতে সাহায্য করেছেন। অভিযোগকারিনী আরও জানিয়েছেন, তিনি আগেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু সেই সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে হরিচাঁদকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat