×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ১৬ বার পঠিত
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত সাহেবের সার্বিক সহযোগিতায় শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ সামাজিক উদ্যোগটি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “ছাত্রদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবতার প্রতীকও।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল মামুন হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক মো. ইউনুছ আলী, মির্জা স্বপন, সদস্য আরিফ, ছাত্রদল নেতা জিহাদ আহমেদ বিশাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রকি ও ছাত্রদল নেতা জুনায়েদ ইসলাম বিশাল।

এছাড়া উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: সাব্বির হোসেন,  সিনিয়র সহ-সভাপতি মো. সাইমন, সহ-সভাপতি মো. বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, দপ্তর সম্পাদক মো. সিয়াম, প্রচার সম্পাদক মো. ইমরান বাদশা প্রমুখ।

দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ ছাত্রদলের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এই আয়োজনের মাধ্যমে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদল প্রমাণ করেছে—তারা শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সমাজ ও মানবতার সেবায় অগ্রণী এক সংগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat