সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভয়াবহ আগুন লাগল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার খড়দহের একটি রঙের কারখানায়। খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই কারখানা থেকে আচমকাই দাউ দাউ করে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের অন্তত ২০ টি ইন্জিন। মঙ্গলবার (২১ অক্টোবর ) ভোরে অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী আতংকিত হয়ে পড়েন। গোটা এলাকা কালো ধোঁয়ার কুন্ডলীতে ঢেঁকে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনও স্পষ্ট না হলেও। অনুমান করা্ হচ্ছে, শট সাকিটের জেরে এই দুঘটনা ঘটে থাকতে পারে। রঙের কারখানার ওই আগুন এখনও পযন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কমীরা।