সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশ সদস্যকে পোশাক, জুতা, মোজা এবং বেল্ট
বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। গতকাল বুধবার (২২ অক্টোবর) সকাল
১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পোষাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এতে
রয়েছে পুরুষের জন্য নীল রং এর শার্ট ২ টি খাকী ফুল প্যান্ট ২ টি, মহিলাদের জন্য শাড়ি ২ টি,
ব্লাউজ ২ টি, পেটিকোট ২ টি, উভয়ের জন্য সোল্ডার ব্যাচ ২ টি, বেল্ট ১ টি, কাপড়ের জুতা ১
টি, বেতের লাঠি ১ টি, ছাতা ১ টি চার্জার লাইট ১ টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহিনা আক্তার বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন।
জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশ্রঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয়
প্রশাসনকে সহযোগিতা করেন। এতে তাদের কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীল করবে।
ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে যাতে দ্রুত পৌঁছে দিতে পারে সেজন্য
আগামীতে সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..