মানিকগঞ্জ জেলা:
বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতা আপার সালাম ও দিকনির্দেশনা নিয়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নির্বাচনী প্রচারণা ও জনসভা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউদ্দিন আহমেদ কবিরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউদ্দিন আহমেদ কবির, আহ্বায়ক সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক সদস্য ও সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি
জামিল উদ্দিন আহমেদ মনি, সাবেক আহ্বায়ক, জেলা কৃষক দল
আসাদুজ্জামান খান দোলন, আহ্বায়ক সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
এছাড়াও বক্তব্য রাখেন যুবনেতা তোফাজ্জল হোসেন তপু, আব্দুল আহাদ লিটন, জিয়াদ উদ্দিন আহমেদ রকি, মোহাম্মদ আজগর আলী, নাজমুল হোসেন চাতক, মোঃ শাহাদাত হোসেন, ইউনুস খান, মেহেদী হাসান বুলবুল, আহমেদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ রাজ্জব আলী মাস্টার এবং আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ লুৎফুর রহমান।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা। এই কর্মসূচিকে সফল করতে তারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, “মানিকগঞ্জ বিএনপি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ঘাঁটি। ১৭ বছরের লাঞ্ছনা ও সংগ্রামের পর এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আফরোজা খানম রিতা আপার নেতৃত্বে মানিকগঞ্জে বিজয়ের ধারা ফিরিয়ে আনব।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে শপথ নেন—
‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ঘরে ঘরে ভোট চাইব, মানিকগঞ্জকে আবারও বিএনপির দুর্গে পরিণত করব।’
এ জাতীয় আরো খবর..