সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আঠারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০৪ নভেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, আগরবাতি ও শাড়িসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করা হয়।
এর মধ্যে কাকডাঙ্গা বিওপির তিনটি অভিযানে সর্বাধিক ১১ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়। এছাড়া মাদরা, চান্দুরিয়া, ঘোনা, ভোমরা, গাজিপুর, সুলতানপুর ও ঝাউডাঙ্গা বিওপির পৃথক অভিযানে আরও কয়েক লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়।
মোট উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।